Festival

ঈদ মোবারক -এর অর্থ কী? ঈদ মোবারক শুভেচ্ছা, মেসেজ এবং ঈদের শুভেচ্ছা কার্ড

ঈদ মুসলিমদের একটি উৎসবের দিন ঈদের অর্থ হল খুশি বা আনন্দ। এবং মোবারক শব্দের অর্থ কল্যাণময় । সুতরাং ঈদ মোবারক অর্থ হলো আনন্দ উদযাপন ও কল্যাণময় হোক। ঈদ পুরো মুসলিম বিশ্বের জন্য কল্যাণময় মুসলমানেরা দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এই দিনটি উদযাপন করে। এবং প্রত্যেক মুসলমানের ঈদ শব্দটি ব্যবহার করে দিনটির শুভেচ্ছা জানানোর জন্য।

বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে থাকে ।বছরে ঈদ দুই বার আসে। একটি ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদুল ফিতরের মুসল্লিগণ তারাবির নামাজ ও রোজা রাখার মাধ্যমে ঈদুল ফিতর পালন করেন। এবং তার দুই মাস পর আত্মত্যাগের মহিমা ঈদুল আযহা মুসলিমের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। ঈদুল আযহা মুসলমানেরা পশু কোরবানি দিয়ে থাকে। ঈদুল আযহা অর্থ ত্যাগ।

ঈদুল ফিতর ঈদের দিনে ধনী-গরীব সর্বস্তরের মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা স্থাপন করে। এবং এই দিনে সমাজে যারা ধনী আছেন তারা গরিবদের ফিতরা দিয়ে থাকেন। ঈদুল ফিতরের প্রত্যেক মুসলমান তাদের আত্মীয়স্বজনের বাসায় যে শুভেচ্ছা বিনিময় করে।

আরও পড়ুন  ঈদ মোবারক শুভেচ্ছা ২০২৩, এসএমএস, মেসেজ, স্ট্যাটাস, ছবি, পিকচার, কার্ড, বার্তা

ঈদ মোবারক 2023 কার্ড, এসএমএস এবং মেসেজঃ

আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে ঈদ কার্ড ও ঈদের সুন্দর সুন্দর এসএমএস সংযুক্ত পিডিএফ আকারে সংযুক্ত করেছে যা দিয়ে আপনারা আপনাদের প্রিয় জন ও বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা বিনিময় করতে পারবে।

নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
*ঈদ মোবারাক*

  • ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
    অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
    না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
    কোন দিন পাবে না তুমি আমার দেখা ।
মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
** ঈদ মোবারাক **
  • নতুন চাঁদের আগমনে,
    সাড়া জাগলো এ মনে,
    ঈদ এলো পবিত্র দিনে,
    দুঃখ বেদনা ভুলে গিয়ে,
    এনজয় করো ইদের দিনে ,
    দাওয়াত দিলাম তোমার তরে,
    পারলে এসো আমার ঘরে,
    ঈদ মোবারাক

আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও।

  • ঈদের হাওয়া লাগুক প্রানে,
    মন ভরে যাক নতুন গানে ,
    ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
    ঈদে হোক সবকিছু পাওয়া।
    ঈদ মোবারাক

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারাক

ঈদুল ফিতর বিশ্বের মুসলিম দেশে গুলোতে উদযাপন করা হয়। ১ মাস রোজা থাকার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদের দিন নির্ধারিত করা হয়। অন্যান্য দেশগুলোতে ধনী-গরিব নির্বিশেষে ঈদ পালন করে থাকে। এখানে কোন ভেদাভেদ থাকে না থাকে না কোন গরীব। ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ দিনের মধ্যে ঈদ দিন একটি , এই দিনে আল্লাহ তা’আলার বান্দা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দুই রাকাত নফল নামাজ আদায় করে এবং দোয়া করে।

মুশফিক আর ইভান

হ্যালো, আমি মুসফিক আর ইভান। আমি বাংলাদেশের ট্রেন্ডিং টপিক নিয়ে লিখতে পছন্দ করি। মূলত, আমি শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য টিপস এবং খেলাধুলা নিয়ে লিখি। আমি ব্লগের বিষয়বস্তু লেখা এবং গবেষণার জন্য সর্বাধিক সময় ব্যয় করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!