Travel

গফরগাঁও থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৪, টিকিট মূল্য, ট্রেনের ভাড়া এবং অনলাইন টিকিট

সম্মানিত ট্রেন ভ্রমণ যাত্রী ভাই-বোনেরা আপনাদের জন্য আজকে আমাদের এই নিবন্ধন টিতে আলোচনা করতে যাচ্ছি গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, অনলাইনে কিভাবে টিকিট সংগ্রহ করবেন, এছাড়াও গফরগাঁও টু ঢাকা যে কয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। তাদের ছুটির দিন তালিকা, সহ আরো খুঁটিনাটি সকল প্রকার তথ্য।

সাধারণত মানুষ সড়কপথের চেয়ে ট্রেন ভ্রমণ টাই নিরাপদ এবং আরামদায়ক যাত্রা করে থাকে। বাংলাদেশে বর্তমানে ট্রেনগুলো আধুনিকায়ন করার জন্য, ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েছে। কারণ হলো ট্রেনের নিরাপত্তা থেকে শুরু করে, বিলাসবহুল আরামদায়ক, সকল সুযোগ-সুবিধা ট্রেন গুলোর মধ্যে রয়েছে।

গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৪

গফরগাঁও টু ঢাকা মোট পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। প্রত্যেকটি ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন ভিন্ন হয়। এছাড়া কিছু ট্রেন আছে যেগুলো ছুটির দিন নেই। এজন্য সাপ্তাহিক সাতদিন যাত্রীদের নির্বিঘ্ন ভাবে যাত্রা সেবা দিয়ে চলে। আপনাদের আরও বিস্তারিত জানার স্বার্থে নিচের বক্সে দেখতে পারেন।

ট্রেনের ধরন ট্রেনের নাম  ট্রেন নাম্বার  থেকে প্রস্থানের সময়  পর্যন্ত  আগমন সময় বন্ধ
ইন্টারসিটি ট্রেন তিস্তা এক্সপ্রেস ৭০৭ গফরগাঁও ১৮ঃ০০ ঢাকা ২০ঃ২৫ সোমবার
ইন্টারসিটি ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ গফরগাঁও ১০ঃ১৩ ঢাকা ১২ঃ৪০ নেই
ইন্টারসিটি ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস ৭৩৬ গফরগাঁও ২০ঃ৫৫ ঢাকা ২৩ঃ০০ নেই
ইন্টারসিটি ট্রেন যমুনা এক্সপ্রেস ৭৪৬ গফরগাঁও ০৫ঃ১৫ ঢাকা ০৭ঃ৪৫ নেই
ইন্টারসিটি ট্রেন হাওর এক্সপ্রেস ৭৭৮ গফরগাঁও ১১ঃ২৫ ঢাকা ১৩ঃ৫০ বৃহস্পতিবার
মেইল ট্রেন মহুয়া কমিউটার ৪৩ গফরগাঁও ১০ঃ২৪ ঢাকা ১৪ঃ৫০ নেই
মেইল ট্রেন দেওানগঞ্জ কমিউটার ৪৮ গফরগাঁও ১৬ঃ২১ ঢাকা ১৯ঃ২৫ নেই
মেইল ট্রেন বলাকা কমিউটার ৫০ গফরগাঁও ১৪ঃ৫২ ঢাকা ১৭ঃ৪০ নেই
মেইল ট্রেন জামাল্পুর কমিউটার ৫২ গফরগাঁও ০৮ঃ৩৭ ঢাকা ১১ঃ১৫ নেই
মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস ৫৬ গফরগাঁও ০৭ঃ১৮ ঢাকা ১২ঃ০৫ নেই
আরও পড়ুন  লালমনিরহাট টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, টিকিট 2024

গফরগাঁও টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৪

ট্রেনের ভাড়ার তালিকা প্রধানত আসনবিন্যাস অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারিত করা হয়। আসন বিন্যাস বলতে প্রত্যেকটি আসনের ক্যাটাগরির রয়েছে। যেগুলো দিয়ে টিকিটের নির্ধারিত মূল্য ধার্য করা হয়। নিচে আমরা বক্সের ভিতরে আসন বিন্যাস অনুযায়ী টিকিটের মূল্য তুলে ধরেছি।

আরও পড়ুন  (দেখুন) অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৪ – eticket.railway.gov.bd
আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৮৫ টাকা
শোভন চেয়ার ১০৫ টাকা
প্রথম সিট ১৩৫ টাকা
প্রথম বার্থ ২০৫  টাকা
স্নিগ্ধা ১৯৬ টাকা
এসি সিট ২৩৬ টাকা
এসি বার্থ ৩৫১ টাকা

গফরগাঁও টু ঢাকা ট্রেনের বিরতি স্টেশন

গফরগাঁও টু ঢাকা রেল পথে অনেকগুলো স্টেশন রয়েছে। স্টেশনগুলোতে সাধারণতঃ ঢাকা টু গফরগাঁও যে ট্রেনগুলো চলাচল করে থাকে। প্রত্যেক আন্তঃনগর ট্রেনগুলো এই স্টেশনে বিরতি নিয়ে থাকে। তাই আমাদের নিচের যে বক্সের স্টেশনগুলোতে বিরতি নিয়ে থাকে ট্রেনগুলো। আপনারা চাইলে সেখান থেকে টিকিট সংগ্রহ করে গফরগাঁও টু ঢাকা যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন  শাহ আলী পরিবহন বাস টিকিটের মূল্য, সকল জেলার কাউন্টার নাম্বার ও অনলাইন টিকিট

গফরগাঁও টু ঢাকা ট্রেনের অনলাইন টিকিট বুকিং

ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারি সুবিধা আপনি চাইলে ঘরে বসেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। এজন্য বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে থেকে অনলাইনে টিকিট কাটার সুবিধাটি যাত্রীদের জন্য দিয়েছে। তাই খুব সহজেই আপনারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ই টিকেট বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে নিতে হবে। এবং টিকিট সংগ্রহ করার পর অবশ্যই অনলাইন কপিটি নিজের সাথে রাখবেন।

আশা করি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি গফরগাঁও টু ঢাকা ট্রেনের সকল খুঁটিনাটি তথ্য জানতে পেরেছেন। আমাদের ওয়েবসাইটের ট্রেন সম্পর্কে অনেক তথ্য দেয়া আছে। আপনাদের যদি অন্যান্য ট্রেনের সম্পর্কে জানার ইচ্ছুক থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

মুশফিক আর ইভান

হ্যালো, আমি মুসফিক আর ইভান। আমি বাংলাদেশের ট্রেন্ডিং টপিক নিয়ে লিখতে পছন্দ করি। মূলত, আমি শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য টিপস এবং খেলাধুলা নিয়ে লিখি। আমি ব্লগের বিষয়বস্তু লেখা এবং গবেষণার জন্য সর্বাধিক সময় ব্যয় করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button