
গোল্ডেন লাইন পরিবহন বাংলাদেশের উত্তর ও দক্ষিণ জেলা গুলো সাথে যোগাযোগ খাতে এখন অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যাত্রীদের কথা মাথায় রেখে সকল রুটের কাউন্টার ঠিকানা যোগাযোগ টিকিটের মূল্য বাস ছাড়ার সময় সূচি আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমাদের পোস্টটিতে খুব সহজেই গোল্ডেন নাইনের যাবতীয় তথ্য পেয়ে উপকৃত হবেন। দয়া করে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
গোল্ডেন লাইন পরিবহন দেশের উত্তর ও দক্ষিণ জেলায় যাত্রী সার্ভিস দিয়ে নাম কুড়িয়েছে। গোল্ডেন লাইন পরিবহন একটি গ্রুপ যার নাম করিম গ্রুপ এই গ্রুপ থেকে গোল্ডেন লাইন পরিবহন এর সকল বাস মেইনটেনেন্স ও রক্ষণাবেক্ষণ করা। 2012 সালে তারা ঢাকা দক্ষিণ অঞ্চলে তাদের এসি নন এসি বাস নিয়মিত যাত্রী সার্ভিস দিয়ে আসছে। খুব অল্প সময়ে তারা একটি জনপ্রিয় বাস সার্ভিস মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে।
তাদের বহরে সকল বাস জাপানি কোম্পানি আমদানিকৃত হিনো মডেলের বাস যুক্ত রয়েছে। এই বাসগুলো বাংলাদেশের সড়ক যোগাযোগ পথে সুনামের সাথে যাত্রী সার্ভিস দিয়ে চলে আসছে এবং নিরাপদ আরামদায়ক সেবা দিয়ে থাকে। বাসগুলোতে অসাধারণ ফিনিশিং পর্যাপ্ত লেগ এসপেস কারণে যাত্রীরা আরামদায়ক করে থাকেন।
গোল্ডেন লাইন বাসের ভাড়া
গোল্ডেন লাইন বাস স্বল্প খরচে এসি নন এসি বাস সার্ভিস দিচ্ছে এবং যাত্রী কম হলেও একই ভাড়া থাকে। আমরা নিচে পড়ে বিলের মাধ্যমে সকল ভাড়ার তালিকা প্রকাশ করেছি। আপনি নিচের টেবিলটি দেখতে পারেন। আমরা সকল রোডের গোল্ডেন লাইন পরিবহন বাসের সঠিক ভাড়ার তালিকা সংগ্রহ করেছি।
গোল্ডেন লাইন পরিবহনের রুট
আগেই বলেছি গোল্ডেন লাইন পরিবহনের দেশের উত্তর-দক্ষিণ জেলাগুলোতে সার্ভিস দিয়ে আসছে সুতরাং, রংপুর থেকে বরিশাল কুয়াকাটা মাগুরা ঝিনাইদহ ফরিদপুর ভাঙ্গা রাজশাহী রুটে নিয়মিত সার্ভিস দিয়ে চলে আসছে এই পরিবহন সংস্থা।
গোল্ডেন লাইন পরিবহন কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার
গোল্ডেন লাইন পরিবহন ঢাকাসহ দক্ষিণ ও উত্তর জেলায় পর্যায়ক্রমে তাদের কাউন্টার গুলি বিদ্যমান রয়েছে। আপনি যদি ঢাকার মধ্যে অবস্থান করেন তাহলে গাবতলী কল্যাণপুর কাউন্টার যে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আপনি যদি অন্য জেলায় অবস্থান করেন তাহলে জেলার মেইন পয়েন্ট গুলোতে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার রয়েছে। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমরা গোল্ডেন লাইন পরিবহনের সকল বাস কাউন্টারের ঠিকানা ও যোগাযোগ নিচের সঙ্গে যুক্ত করেছি।
ঢাকা অঞ্চলের কাউন্টার সমূহ:
- ঢাকা কাউন্টারঃ ফোনঃ 02-8052622, 01755-522211
- কল্যাণপুর কাউন্টার, ঢাকাঃ ফোনঃ 01705-408500
- নবীনগর কাউন্টার, ঢাকাঃ ফোনঃ 02-7793263, 01733-208884
বরিশাল কাউন্টার সমূহঃ
- বরিশাল কাউন্টার ফোন: 01733-399795, 01733-399796
- গৌরনদী কাউন্টার ফোন: 01733-208881
- আগলঝাড়া কাউন্টার ফোন: 01733-208868
- ভৌড়াঘাটা কাউন্টার ফোন: 01733-208898
- মোস্তফাপুর কাউন্টার ফোন: 01733-208896
- টার্কি কাউন্টার ফোন: 01733-208879
খুলনা অঞ্চলের কাউন্টার সমূহ
- রয়্যাল চত্তর কাউন্টার, খুলনাঃ ফোনঃ 041-725899, 01733-036015
- সোনাডাঙ্গা কাউন্টার, খুলনাঃ ফোনঃ 01709-642582
- দৌলতপুর কাউন্টার, খুলনাঃ ফোনঃ 01733-036008
অনলাইন টিকিট বুকিং
করোনাকালে বাসের টিকিট কাউন্টারে গিয়ে যাত্রীদের জন্য সমস্যা হচ্ছে তাই আপনাদের জন্য আমরা অনলাইনে কিভাবে টিকিট নিচে লিংক দিয়ে দিব। তাছাড়াও আপনি গোল্ডেন লাইন পরিবহন এর অনলাইন অফিশিয়াল পেজে যে টিকিট বুকিং করতে পারেন।
গোল্ডেন লাইন বাসটির সম্পর্কে তথ্য দিতে পেয়ে আমরা আপনাদের কাছে উপকৃত হতে পেরেছি। বাসটির সম্পর্কে আরও কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন এবং আমরা আপনার প্রশ্নের দিয়ে দিব। এবং অন্যান্য ভাষা সম্পর্কে জানতে আগ্রহ থাকলে আমাদের নিবন্ধিত ওয়েব সাইটটি ভিজিট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।