Technology

“Download” ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে – Vidmate App

অরজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড ২০২২. Vidmate App Download 2022! প্রিয় ভিটমেট ইউজার, আপনাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। আপনারা যারা অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করার জন্য অনেকভাবে হয়রানি হচ্ছেন, কিন্তু সঠিকভাবে অরিজিনাল ভিটমেট অ্যাপ টি ডাউনলোড করতে পারছেন না। তাদের জন্য আজকের এই পোস্ট। আমাদের দিক নির্দেশনা অনুসরণ করে আপনি খুব সহজেই অরিজিনাল ভিটমেট অ্যাপ ফ্রী ডাউনলোড করতে পারবেন।

আপনাদের মাঝে একটাই প্রশ্ন অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করব কিভাবে। আসলে আমাদের পোস্টে এমন ভাবে সাজানো হয়েছে যে, এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনিও অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে, সেই সকল প্রসেস প্রক্রিয়া এখান থেকে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করার সকল প্রসেস।

ভিটমেট অ্যাপ (Vidmate App) কি?

ভিটমেট অ্যাপস হচ্ছে একটি ডাউনলোড সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি ইউটিউব থেকে যে কোন গান দ্রুত ডাউনলোড করতে পারবে। এবং এর বিশেষ সুবিধা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলো খুব সহজেই ডাউনলোড করা যায়। এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন যেখান থেকে খুব সহজেই প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন  কিভাবে ফ্রিতে নেটফ্লিক্স (Netflix) ব্যবহার করবেন

কিভাবে অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন?

বর্তমান সময়ে অরিজিনাল ভিটমেট অ্যাপ টি ডাউনলোড করা একটি জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ সবাই অরিজিনাল ভিটমেট অ্যাপ টা ডাউনলোড করতে পারে না। অনেকেই ভিটমেট এর লোগো দেখে অ্যাপটি ডাউনলোড করে কিন্তু ডাউনলোড করার পর দেখে যেটা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এরকম সমস্যার মুখোমুখি অনেকেই হচ্ছে। এত সমস্যার প্রজারা অরজিনাল ভিটমেট অ্যাপ টি ডাউনলোড করতে চান, তাদের জন্য আমরা ডাউনলোড প্রসেস টি সম্পূর্ণ দেখিয়ে দেবো। শুধু ধৈর্য সহকারে আমাদের পোস্টটি পড়া চালিয়ে যান।

এন্ড্রয়েড ফোনের জন্য ভিটমেট সফটওয়্যার ডাউনলোড

যে সকল এন্ড্রয়েড ইউজাররা ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে বর্তমানে প্লে স্টোরে ভিটমেট অরজিনাল সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে না। আপনি যদি ভিটমেট সফটওয়্যার টি অরজিনাল ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফোনের ব্রাউজার এ গিয়ে সার্চ অপশনে ভিটমেট লিখে সার্চ দিতে হবে। আপনাকে সার্চ করে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমার নিচে ভিটমেট ডাউনলোড করার কয়েকটি প্রসেস দিয়েছি।

  1. প্রথমে আপনাকে আপনার এন্ড্রয়েড ফোনের মোবাইলের ব্রাউজার ওপেন করতে হবে।
  2. ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে Vidmate। এরপর সার্চ করতে হবে।
  3. সার্চ করার পর যখন অনেকগুলো ওয়েবপেজ দেখাবে সেগুলো ওয়েবপেজ থেকে ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট খুঁজে বের করতে হবে।
  4. সাধারণত Vidmate official website সবার প্রথমে চলে আসে।
    এখন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  5. সেখানে একটি লেখা দেখবেন যে official download এই অপশনে ক্লিক করতে হবে।
    vidmate apk download old version .

ভিটমেট সফটওয়্যার কম্পিউটারের জন্য কিভাবে ডাউনলোড করব

  • Vidmate অ্যাপটি আপনার কম্পিউটারে ব্যবহার করার জন্য সবার আগে bluestacks ডাউনলোড করতে হবে।
  • কম্পিউটার ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে bluestacks লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
  • এখন এই ওয়েব পেজটি ওপেন করে ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোড হয়ে গেলে আপনার কম্পিউটারে bluestacks ইনস্টল করে নিতে হবে।
  • এখন আবার ব্রাউজার ওপেন করে Vitmate লিখে সার্চ করতে হবে।
  • Vitmate এর অরিজিনাল অফিশিয়াল পেজ ওপেন করে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
  • এরপর bluestacks  ওপেন করার পর my apps option এ ক্লিক করে Vidmate video downloader অপশন এ ক্লিক করে install করে নিতে হবে।
  • এখন কোনো বাধা ছাড়াই মোবাইলের মতো করে কম্পিউটারে আপনারা ভিটমেট অ্যাপ ব্যবহার করতে পারবেন।

ভিটমেট অ্যাপস এর সুবিধাগুলো

  • আপনার ইন্টারনেট কানেকশন slow  হলেও ভিটমেট ব্যবহার করতে পারবেন।
  • ভিটমেট ব্যবহার করে যে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  • যেকোন ভিডিও অডিও ভার্শন ডাউনলোড করতে পারবেন
  • ভিডিও, অডিও ডাউনলোড করার জন্য ফাইল সাইজ দেয়া থাকে তাই আপনার প্রয়োজন অনুসারে ফাইল সাইজ ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।
  • একটি অ্যাপের মাধ্যমে অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারবেন।
  • যাদের ডাটা বা ইন্টারনেট কানেকশন ব্যবহার করা সীমিত। তারা video or audio download করে offline এ দেখতে পারবেন।

মুশফিক আর ইভান

হ্যালো, আমি মুসফিক আর ইভান। আমি বাংলাদেশের ট্রেন্ডিং টপিক নিয়ে লিখতে পছন্দ করি। মূলত, আমি শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য টিপস এবং খেলাধুলা নিয়ে লিখি। আমি ব্লগের বিষয়বস্তু লেখা এবং গবেষণার জন্য সর্বাধিক সময় ব্যয় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!