Travel

তিস্তা টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া ও টিকিট মূল্য-2024

প্রিয় পাঠক বন্ধুগণ আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তিস্তা টু ঢাকার বাস ভাড়া ও সময়সূচি সম্পর্কিত একটি আর্টিকেল নিয়ে। আপনারা যারা অলিমিনসন্ধান করে যাচ্ছেন তিস্তা টু ঢাকা বাস ভাড়া ও সবাই সম্পর্কে জানার জন্য তাদেরকে স্বাগতম। জীবন জীবিকা নির্বাহের জন্য অনেকেই ভ্রমণ করে থাকে উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে। এজন্যই আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি তিস্তা টু ঢাকার বাস ভাড়া ও বাসের সময়সূচির সম্পর্কিত তথ্য নিয়ে। এক্ষেত্রে আমরা আজকে আপনাদের তিস্তা টু ঢাকা বাস ভাড়া ও সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব আশা করব আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটি থেকে উপকৃত হবেন।

আরও পড়ুন  দেশ ট্রাভেলস সকল কাউন্টার, ফোন নম্বর, অনলাইন টিকিট বুকিং, সময়সূচি, ঠিকানা ও ভাড়া

তিস্তা – ঢাকার বাস ভাড়া-২০২৪

তিস্তা টু ঢাকা জেলার দূরত্ব ৪০৪.৩ কিলোমিটার।বর্তমানে এই রুটে এস আর ট্রাভেলস, বরকত ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজ, শাহ আলী শ্যামলী পরিবহন, ও এনা ট্রান্সপোর্ট সহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে।এই অপারেটর গুলি Hino, Ashok Leyland, Isuzu ব্র্যান্ডের এসি ও ননএসি বাস দিয়ে পরিসেবা প্রদান করে।প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়মিত গাড়ি চলাচল করে এই রুটে ।রাস্তার অবস্থার উপর নির্ভর করে ৯ ঘণ্টা ৫০ মিনিট থেকে ১১ ঘন্টার মতো সময় লাগে পৌঁছাতে।বাস গুলোর অপারেটরের প্রকারের উপর নির্ভর করে কুড়িগ্রাম থেকে ঢাকা রুটের বাস টিকিটের মূল্য ৮০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন  রয়েল এক্সপ্রেস বাসের সময়সূচী ২০২৪, টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা এবং অনলাইন টিকিট

তিস্তা -ঢাকা এসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৪

বাসের নাম বাসের ব্র্যান্ড বাসের ধরণ ভাড়া
নাবিল পরিবহন স্ক্যানিয়া (Scania) বিজনেস ক্লাস ১৩০০
এস আর ট্রাভেলস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১৩০০
এস আর ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৮০০
আগমনি এক্সপ্রেস স্ক্যানিয়া (Scania) বিজনেস ক্লাস ১৩০০
হানিফ এন্টারপ্রাইজ ভলভো (Volvo) বিজনেস ক্লাস ১৩০০
এনা ট্রান্সপোর্ট হিনো (Hino) ইকোনমি ক্লাস ৯০০
শাহ্‌ আলী পরিবহন হিনো (Hino) বিজনেস ক্লাস ১২০০
বরকত ট্রাভেলস ইসুজু (Isuzu) বিজনেস ক্লাস ১২০০
শাহ্‌ আলী পরিবহন ইকোনমি ক্লাস ৮০০

তিস্তা -ঢাকা ননএসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৪

বাসের নাম বাসের ব্র্যান্ড বাসের ধরণ ভাড়া
শ্যামলী পরিবহন হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
হানিফ এন্টারপ্রাইজ হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
এস আর ট্রান্সপোর্ট হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
এনা ট্রান্সপোর্ট হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
নাবিল পরিবহন হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
মানিক এক্সপ্রেস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
শাহ্‌ আলী পরিবহন হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
শাহ্‌ ফতেহ আলী হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
হক এন্টারপ্রাইজ হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
এ এস এম এম এন্টারপ্রাইজ আশোক লিল্যান্ড (Ashok Leyland) ইকোনমি ক্লাস ৭০০
বরকত ট্রাভেলস ইসুজু (Isuzu) ইকোনমি ক্লাস ৭০০
আগমনী এক্সপ্রেস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৭০০
আহাদ এন্টারপ্রাইজ আশোক লিল্যান্ড (Ashok Leyland) ইকোনমি ক্লাস ৬৫০

তিস্তা থেকে ঢাকা রুটের পরিবহন গুলো যাত্রীদেরকে আরামদায়ক যাত্রা পরিষেবা দিয়ে থাকে।বাসের চালক এবং হেলপার যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকে । আশা করি তিস্তা থেকে ঢাকা রুটের পরিবহন গুলোতে ভ্রমণ করে অনেক আরামদায়ক অনুভব করবেন।পরিবহন গুলোর সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন।

ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button