Travel

শাহ আলী পরিবহন বাস টিকিটের মূল্য, সকল জেলার কাউন্টার নাম্বার ও অনলাইন টিকিট

শাহ আলী পরিবহন বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি বাস অপারেটর। এই বাসটি উত্তরের জেলা ঢাকা থেকে যাত্রী রংপুর লালমনিরহাট যাত্রী পরিষেবা দিয়ে থাকে। যাত্রীদের আনন্দ ভ্রমণ ও নিরাপদ যাত্রায় তারা কোনো কমতি থাকে না। আলহামরা কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদ যাত্রায় সদা প্রস্তুত। এজন্য তাদের বহরে যেগুলো বাস রয়েছে এই বাসগুলো অত্যাধুনিক ও প্রযুক্তি সম্পন্ন। যেখানে আমরা দেখতে পারি অন্যান্য অপারেটর ইন্ডিয়ান কোম্পানি অশোক লেল্যান্ড বাস গুলো সংযুক্ত করে। সেখানে আলহামরা পরিবহন তাদের বহরে জাপানি কোম্পানি কিংবা হন্ডাই কোম্পানির বাসগুলো সংযুক্ত করে চলে আসছে।

বাসের বহরে যে বাসগুলো যুক্ত আছে সে কোম্পানির নাম হচ্ছে HINO 1j Ak, HINO RM2, HINO RN8, HINO 1J, scania k82 Miltixel, এসি বাস গুলো তাদের বহরে রয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন তাদের বহরে যে বাসগুলো যুক্ত রয়েছে সে বাসগুলো অনেক লাক্সারিয়াস এবং বিলাসবহুল শুধু তাই নয় এই বাসগুলো সিটগুলো অত্যান্ত আরামদায়ক। আর যদি বলি বাসগুলো কন্ট্রোলিং ক্ষমতা অন্যান্য বাসের চেয়ে সেরা অন্যতম। আসুন জেনে নেই শাহ আলী পরিবহন বাসের সকল কাউন্টার এর ঠিকানা। শাহ আলী পরিবহন বাসের কাউন্টার এর ঠিকানা

শাহ আলী পরিবহন বাসের সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার

যে কোন বাসের কাউন্টার ঠিকানা জেনে নিলে নিদৃষ্ট গন্তব্য স্থল থেকে আপনি চাইলে টিকিট সংগ্রহ করতে পারেন। যেহেতু শাহ আলী পরিবহন বাস আন্তঃজেলা একটি বাস। তাই এই বাসটি কাউন্টার ব্যতীত অন্য কোথাও থেকে যাত্রী নিয়ে থাকে না। সুতরাং আপনাকে অবশ্যই বাসটির কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

ঢাকা জেলার কাউন্টার সমূহ

  • টেকনিক্যাল বাস কাউন্টার, গাবতলি ফায়ার সার্ভিসের বিপরীত পার্শে,
  • মিরপুর, ঢাকা জেলা, ফোনঃ 01712-145662, 01933-324142, 01839-917770.
  • মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01755-673702.

লালমনিরহাট জেলার কাউন্টার সমূহ

  • এয়ারপোর্ট রোড বাস কাউন্টার, সার্কিট হাউজ সংগলগ্ন, লালমনিরহাট জেলা শহর, ফোনঃ 01711-034177, 01839-917773.
  • বুড়িমারী জিরো পয়েন্ট বাস কাউন্টার, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, ফোনঃ 01717-756999.
  • আদিতমারি বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01719-245393.
  • তুষভান্ডার বাস ষ্টেশন কাউন্টার, কালীগঞ্জ, লালমনিরহাট জেলা, ফোনঃ 01720-599018.
  • হাতীবান্ধা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-077108.
  • বড়খাতা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01773-312916.
  • বাউরা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-194592.
  • পাটগ্রাম পৌরসভা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-501954.

শাহ আলী পরিবহন বাসের অনলাইন টিকিট বুকিং

শাহ আলী পরিবহন অনলাইন টিকিট বুকিং সাধারণত তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান তাহলে তাদের কাউন্টারে যে ফোন নাম্বার গুলো রয়েছে যে কোন কাউন্টারে ফোন দিয়ে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনাকে টিকিট বুকিং করতে হবে। এছাড়া অন্য হবে শালি পরিবহন অনলাইন টিকিট বুকিং করতে পারবেন না।

সুতরাং পরিশেষে বলতে পারি আমরা আপনাদের শাহ আলী পরিবহন বাসের সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি। এই বাসটি সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ।

আরও পড়ুন  কুড়িগ্রাম থেকে ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, টিকিট মূল্য-2024

মুশফিক আর ইভান

হ্যালো, আমি মুসফিক আর ইভান। আমি বাংলাদেশের ট্রেন্ডিং টপিক নিয়ে লিখতে পছন্দ করি। মূলত, আমি শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য টিপস এবং খেলাধুলা নিয়ে লিখি। আমি ব্লগের বিষয়বস্তু লেখা এবং গবেষণার জন্য সর্বাধিক সময় ব্যয় করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button